এমন শতো রাত্রি গ্যাছে ভাবনার পিছু ছুটে
শৃঙ্খল মন্দর অশ্রু শিক্ত পিঞ্জর গ্যাছে টুটে
অগ্নিলাভা জড়ায় গায়ে বাতাস ছাড়া ভূমি
নিন্দার সূরা অমৃত আজ স্বদিচ্ছাতে চুমি।


হুংকার ছাড়ে রাজার পাইক নিজকে রাজা ভাবে
অঞ্জলি চায় দু'হাত পেতে রাজ্য কোষে যাবে
ভাবখানা তার এমন যেনো নেপাম হয়ে ফুটবে
কন্ঠ দরাজ কাঁপছে ভৃগু পৃথ্বী কী আজ টুটবে!


হায় অভাগা বুঝিসনা ক্যান
কাটবে কবে মিছে এ ধ্যান?


যার লাগি আজ ধনুক খানা ভাইয়ের বুকে ঠুকিস
অগ্নি নিভু উড়ছে ধোঁয়া জ্বালতে কেনো ফুকিস?
তোর আঙিনা হয়তো ভাসা নানান ফুলের সুবাসে
ঘৃন্না কী আজ মোটেও নেই রাজার পেদম কুবাসে?


বুঝবি যখন সময় তখন প্রান্ত বেলায় তবে,
থাকবিনা তুই ঘৃণা গুলো অমোঘস্মৃতি হবে।।



২৮ জুন ২০১৭ খ্রিস্টাব্দ