অঞ্জনে আজ খুব সেজেছো অক্ষি যুগল বেশ
কোন্ কুজনে হিজল সুবাস কাটবে কখন রেশ
দিগম্বরী সারমেয় আজ তোমার পেছন ছোটে
এই অবেলায় ভাগ্য কুলায় হয়তো কিছু জোটে।


আষাঢ় শ্রাবণ কাটলো দেখো মায়ার বাঁধন ছাড়া
অমোঘজলে নাইতে হবে তাইতো ভিষণ তাড়া
বট-বাল্য বন্ধ চোখে ঈশ্বরে ধ্যান করে
গঙ্গা স্নানে পুত হয়ে ফিরবে আপন ঘরে।


শুভ্র সকাল সুনীল আভা আকাশে মেঘ উড়ে
সূহৃদ স্বজন আজ যে সবাই রইলো অনেক দূরে
পদ্মদিঘী শেওলা ঢাকা একলা পড়ে আছে
নাইতে সেথা কেউ আসেনি কলঙ্ক হয় পাছে।।



.
২ অক্টোবর ২০১৭ খ্রিষ্টাব্দ।