স্বপ্ন কাননে আজ ফুটেছে প্রিয়ার প্রিয় ফুল
পড়লে খোঁপায় লাগতো ভালো; হাসতো কালো চুল।
সোঁদা গন্ধ থাকতো না আর বেলীর সুবাস পেলে,
ওই দেখোগো ডাকছে কেমন পাপড়ি গুলো মেলে।


কানন না হয় ছোট্ট আমার; ফুলের সুবাস বেশ'তো,
থাকলে দূরে কমবে নাতো ভালোবাসার রেশ'তো।
আসবে কখন? বসবে পাশে সারাক্ষণই ভাবি।
প্রিয়ার কাছে রক্ষিত যে হৃদ দুয়ারের চাবি।


হৃদ আঙিনা খালি আজো
ইচ্ছে যেমন তেমন সাজো
আসবে যখন গুঁজবো খোঁপায় এক গুচ্ছ বেলী,
কাটবে আঁধার অমানিশার
দেখা পাবে সঠিক দিশার
সেই আশাতে বুক বেঁধে আজ স্বপ্ন ডালি মেলি।



১৩ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।