দেশটা এখন ভরছে দেখি
বেকার কিছু কামলাতে,
নিজের থালার নেয়না খবর
তাকায় পরের গামলাতে।


ভাব খানা তার এমন যেন
পরিণত পন্ডিতে,
জাহির করে নিজকে যে খুব
পরিচিত গন্ডিতে।


অতীত গুলো ভুলেই গেছে
এস এস সি পাশ চার বারে,
দুঃখ লাগে হাসিও পায়
লোক দেখানো কারবারে।


আমিতো ভাই মূর্খ মানুষ
নোংরামিটা বুঝিনা,
কার মলেতে গন্ধ কেমন
তাদের মতো খুঁজিনা।।



১৮ সেপ্টেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ।