ঐ আকাশে হাজার তারার
বসেছে আজ মেলা,
পূর্ণ তিথি চাঁদের আলো
লুকোচুরি খেলা।


জোনাক শত উড়ছে দেখো
জ্যোৎস্না আলো জ্বলা,
আঁধার পথে অন্ধকারে
কেনো তবু চলা?


কিশোর সকল তবু কেনো
উল্টো পথে চলে?
সোনার দেশের আগামীটা
যাচ্ছে রসাতলে।


নিজকে গড়ে গড়বে যে দেশ
পণটা যদি নিতো,
রক্তে কেনা সোনার বঙ্গ
আলোয় ভরে যেতো।


৩০ সেপ্টেম্বর, ২০১৫ ইংরেজী।