(২১)
পাগল-পারা এ মন আমার তোর বদনের খুশবুতে,
খোলা চুলে বদন ঢাকিস নিত্য যে তুই তুস'বুতে,
বদন যেনো পায়'না ব্যথা রাখিস'রে তাই যত্নে'রে?
আমার যেনো ভ্রম না ভাঙ্গে তোর চরণের ঠুস'বুতে।।


(২২)
খোলা কেশে লাগছে যে বেশ রাখিস'নারে কেশ ঢেকে,
যত্ন করে রাখিস শুধু কেশ রাশিতে তেল মেখে,
যে যাই বলে বলুক'না সই তাতে কি আর যায় এসে!
তোর কেশেতে পাগল-পারা মরতে পারি কেশ দেখে।।


(২৩)
তোর হাসিতে চাঁদও হাসে কলি থেকে ফুল ফোটে,
কি যাদু যে অাছে'রে সই রাঙা দু'টি লাল ঠোঁটে!
বর্ষা হয়ে মুক্তো ঝরে হৃদয় ভূবন দেয় দোলা
সেই হাসি মুখ দেখতে যে সই নিত্য অবুঝ হৃদ ছোটে।।


(২৪)
আকাশ জুড়ে তারার মেলা জ্যোৎস্না ভরা রাত নিশি,
সেই ক্ষণে যেন্ যমদূতে দেয় অমৃত সেই বিষ শিশি।
কেউ কেঁদোনা যাওয়ার ক্ষণে ঝরবে বৃষ্টি অঝোরে,
শব্দ কিছু আছে জমা তাই বলে’তো নই ঋষি।।


(২৫)
তুমি এখন অনেক বড় ছড়ায় খ্যাতি চারদিকে,
ঘিরে আছে চক্ষু হাজার নজর তোমার কারদিকে?
জমিতে খুব হচ্ছে আবাদ ফসলও কম ফলছে না
যত্ন করে রেখো ফসল নাগাল না’পায় চামচিকে।।


১৬ জুলাই, ২০১৬ ইংরেজী।