র্নিজন রাত,
ঐ দূর সমুদ্রের গর্জন শীতল বাতাস ভেদে
আমার ছোট্ট কুড়ে ঘরে ভালবাসার লাবন্য লতায় মোড়া
ঝিঁ ঝিঁদের মৃদু শব্দ।


নিভু নিভু প্রদীপের প্রান্ত বেলায়
খুঁজে পাই একগুচ্ছ জ্যোৎস্নার টিপ টিপ আলো
হৃদয়ে অনুভূত রাজ্যের সুখ
লাবন্য হয়ে ওঠে এক টুকরো চাঁদ।


ভাবনায়, শব্দে, ছন্দে লতার মতো অঙ্গা অঙ্গি
ফিরে পাই হারানো দিনের স্বাদ,
পদ্মদীঘিতে আজ ভালোবাসার নীলোৎপল।।



১৭ নভেম্বর, ২০১৬ ইংরেজী।