সবুজ ঘেরা শ্যামল ভরা
দেশটি যে আর নাই রে,
চারিদিকে ধোঁয়া ফিকে
ছুটে চলা ভাই রে।


শব্দ দূষণ রক্ত চুষণ
তেমন কিছু নয় রে!
গড়তে বসত কিছু অসৎ
ভরছে জলাশয় রে।


অগোচরে আপন ঘরে
রাঘব বোয়াল হয় রে,
তাদের শাষণ সুখের আসন
চিরদিনের নয় রে।


যেদিক যাবে দেখতে পাবে
সূর্য সেনের ক্ষয় রে!
দেশের ঘোড়া লাগাম ছাড়া
সত্য এটা নয় রে।


১৫ জানুয়ারি, ২০১৭ ইংরেজী।