খাল গুলোতে দালান কোঠা
রাস্তা হলো নদী,
কেমন করে এমন হলো
ভাবনা নিরবধি।


শাসক যদি করতো শাসন
এমন কী আর হতো?
খাল গুলো সব করছে ভরাট
রাঘব বোয়াল যতো।


রুখবে তাদের! সাধ্য যে কার?
জিম্মি তাদের কাছে,
ভোট বাজারে বিকোয় তারা
ভোটার অনেক আছে।


শুনতে হবে তাদের কথা
সইতে হবে'ই সব,
নইলে কাঁধে বইতে হবে
আপন জনের শব।।


.
৩ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দ।