মাগো আমায় বাধ সেঁধোনা
ভোর'কে আনতে যাবো,
তেপান্তরের মাঠ পেরিয়ে
ভোরের দেখা পাবো।


যাচ্ছি সেথা আমরা ক'জন
তোমার কিশোর ছেলে,
তোমার ঘরে আসবে আলো
ভোরের দেখা পেলে।


অাঁধার কেনো মুখ খানি মা
হাসো বিদায় বেলায়,
আমরা'তো মা বীরের জাতি
স্বাধীন মাল্য গলায়!


আজ যে তোমার স্বাধীনতা
অন্ধকারে ঘেরা,
কাঁদছো তুমি! লুন্ঠিত তাই!
তোমার আঁচল ছেড়া!


করছে ত্রাস
করছে গ্রাস
তোমার বুকে কোন্ পাকেরা!
এখন'তো মা
নেই কো ক্ষমা
বীর সেনাতে আছো ঘেরা!


তবু তোমার কষ্ট কিসে
রক্ত কেনো ঝরে!
কোন্ শকুনে বাঁধলো বাসা
তোমার সুখের ঘরে!!!


আর কেঁদোনা, আর কেঁদোনা
আর ভেসোনা জলে,
তোমার খোকা আসবে ফিরে
বিজয় মাল্য গলে।।


৫ সেপ্টেম্বর, ২০১৫ ইংরেজী।