(৪১)
রাত নিশিতে আসলে সখি মনটা আবেগ আকুল রয়
নিগড় বাঁধা পায়ে কী আর নূপুর বাজার শব্দ হয়!
জ্যোৎস্না ভরা রাত্রি লাজে মেঘের বুকে লুকায় মুখ
সতীর সিঁদুর যায়নি মুছে লোকের কথায় তবু ভয়।।


(৪২)
স্বপ্ন গুলো ভাবনা হয়ে মেঘের সাথে উড়ছে ঐ
গ্লাসটা খালি ভর্তি বোতল ঢালবে এমন সাকি কই?
বৃষ্টি হয়ে ঝরছে দেখি কষ্ট জমা আকাশের
সুরায়তো নই  তোর বদনের খুসবুতে যে মাতাল হই।।


(৪৩)
মনের কি দোষ বলো সখি মনটা যে আর আমার নয়
সাকি তুমি নাইবা হলে চোখের জলে'ই সুরা হয়
চাঁদের সাথে সখ্যতা নেই তাতে কী আর যায় এসে
অশ্রু সাগর ভালোবেসে অবুঝ মনটা তৃপ্ত রয়।


(৪৪)
সাকি আমার রাগ করেছে কথার সুরা দেয় ঢেলে
চোখ রাঙিয়ে তাকায় সখি খুব খুশি সে মন জ্বেলে
অভিমানীর সুর যে মুখে সেওতো কম পুড়ছেনা
মান-অভিমান যাওনা ভুলে ভালোবাসায় মন মেলে।


(৪৫)
ইস্পাতের ঐ কঠিন লেনে চলছে জীবন রেলগাড়ী
কষ্ট পাহাড় বুকে চেপে ব্যথার সাগর দেই পাড়ি
সাকি তুমি ঠিক হয়েছো সুরার বোতল আজ খালি
নিত্য এখন ছুটে চলা নেইতো কমা নেই দাঁড়ি।