(২৬)
ঐ বিছানায় পরশ আমার, স্মৃতি নিয়ে আছো বেশ?
উম্মাদনায় মাতাল ছিলে মুখ ঢেকেছে এলো কেশ
লজ্জা রাঙা দু'চোখ ছিলো কামনাতে মত্তো যে
দিন কাটে কি ভাবনাতে সই? ভুলেছো কি নন্দ রেশ??


(২৭)
তোর চিবুকের তিল যে আমায় সুরার থেকেও টাল করে
তিলটি আমায় দে না’রে সই কিনে নেবো মন দরে
এই তিলের’ই মাদকতায় নিত্য আমি হই মাতাল
এতো বছর দেখছি তবু দৃষ্টি আমার কই সরে!!!


(২৮)
কৈশরে যে খেলার ছলে ভালবেসে কাড়লে মন
এখন কি সই মনে পড়ে? আমি'ই ছিলাম আপন জন!
রোজ দু'জনার হতো কথা এখন যে ছাই সব অতীত
আঁধার গুলো আমায় দিয়ে তোমার ঘর আজ রওশন।।


(২৯)
মনের পাখি কেনো যে আর আগের মতো ডাকিস’না?
হৃদ গাছের’ই ডালে কেনো নিত্য বাসা বাঁধিস’না?
কন্ঠে মধু হৃদেতে বিষ সইতে কোথায় পারি বল্?
উজাড় করা ভালবাসা এখন যে আর যাচিস’না!!!


(৩০)
নদীরো স্রোত, বাতাসের গতি, বাজারের দর নারীর মন
এক পালে রয়! বুঝতে পারেনি বলে গেছে ঋষি জন
তুমি সখি সেই শিশুকাল থেকে এক বিছানায় রও
আজো সই মন হয়নি বুঝা অবাক যে হই সারাক্ষণ।।