৩১
কাটছে অনেক ব্যস্ত সময় নিত্য নতুন কাজে যে
মনের মাঝে স্বপ্ন অনেক, হৃদয় মাঝে বাজে যে
নাটক লিখে সুটিং করে পরিচিতি পায় তারা
বলতে গিয়ে গুলিয়ে যায়, মরি আমি লাজে যে।।


৩২
ঋতুর মতো বদলে গেলে শীতল শেষে গরমে
এমন একটা সময় ছিলো হৃদয় ছিলো নরমে
ঘৃণা এখন মনের মাঝে নিত্য পুষে রাখো কী
জ্যোৎস্না ভরা পূর্ণিমা কই? অমানিশা চরমে।।


৩৩
চলার পথে চলতে হবে দেখা হবে জগৎটা
কেমন করে ধুয়ে দিলে মাথার ভিতর মগজটা
সত্যি তুমি পারো বটে, খুব সহজে বুঝালে
ভালোবাসার নীলোৎপলে জীবন চলার সহজটা।।


৩৪
চপল চোখের চাহনিতে হৃদয় যে তুই কারিসরে
মনটা নিয়ে করতে খেলা কেমন করে পারিসরে?
অশ্রুতে তোর হয়রে সাগর করিস কেনো এতো ছল?
বেঁচে থাকার স্বপ্ন বুনা'স, নিত্য যে সই মারিসরে!


৩৫
আর কতো দিন এমন করে ঝরবে বলো চোখের জল
কেমন করে রপ্ত করো ভালোবাসার অমোঘ ছল
জ্যোৎস্নারা সব লজ্জা পেলো আঁধার ঘেরা রাত দুপুর
পদ্মদিঘী রইলো তেমন ফুটলোনা আর নীলোৎপল।