অঞ্চিত আজ করছো কাকে হাজার রঙের ফুলে
কার চরণে ঠুকছো মাথা! মাতার চরণ ভুলে!
আল্লাহ বলো ভগবান আর ঈশ্বর যাঁকে ডাকি
তিনিই বলেন তাঁর পরেতে মা'র চরণে থাকি।


অজ্ঞ আজো রইবি বোকা! পৃথ্বী সেতো নশ্বর,
চরণে মা'র লুটায়ে প'র বলছি আমি ইশ্বর।
জন্মদাত্রী মায়ের আশিস আমার চেয়ে দামি,
বলছি আমি বলছি তোকে আমি অন্তর্যামী।


এদিক সেদিক ঘুরে ঘুরে আশিস ভিক্ষে করিস
তোর পীর যে ঘরে বসা, তাঁকে ঢালিস বিষ!
আজো সময় আছে অবুঝ মায়ের চরণ ধর,
সেইতো তোকে স্বর্গ দিতে আমি প্রভুর পর।।


২৫ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ