বিচলিত মন
হবে কি সাধন
ভাবনায় কাটে দিন-রাত,
কি করে বলি
সহসা চলি
ছুঁয়ে যদি যায় জাত!!!!



রাত পোহালো
সকাল হলো
সূর্য দিলো আলো,
অকুতোভয়
আলসেমি নয়
ঘুচবে চলো কালো।।



খুঁজি সেই দিন
স্মৃতি মলিন
স্বপ্ন বিধুর রাত্রি,
দিন হয় গত
হৃদ ময় ক্ষত
প্রান্ত বেলার যাত্রি।।



কোন পিয়াসে
প্রাণ নিয়া'সে
দ্রাক্ষা রঙে রাঙাও,
গেলো কী দিন
স্বপ্ন বিলীন
কত্তো হৃদয় ভাঙাও!!!



কার'যে ছলে
ভাসছি জলে
এখন সেতো দায় বোঝা,
কী অদভূত
চেপেছে ভূত
ঝাড়বে বলো কোন ওঝা!!!