সঙ্গ যোজন আজকে বিজন তির্যক পথপানে
কুশল কুহক রাঙলো মাঠে পদ্ম পুস্প জানে।
হায়'রে সুহৃদ ভাঙলো কুঠির উতাল সাগর ঢেউ
গর্জনে আজ তর্জন করে নয়তো আপন কেউ।


সময়রেখা উবে গ্যাছে পূবের বায়ু দোলে
ময়নামতি রঙ মহলে অক্ষি যুগল খোলে
পক্ষাঘাতে হৃদ মাঝারে কঠিন চিবর দান
জোছনা রাতে দীক্ষা নিতে এলো মায়ার চান।


কলমি কানন লতায় ঘেরা সাজবে সেথায় বাসর
থাকবে সাকি আছে সুরা জমবে প্রেমের আসর
মাতাল হলে আসবে আঁধার ঈশ্বর অভিমানে
সন্ন্যাস সাজে দেয় যে পাড়ি ভৃগুর অভিযানে।।



২৫ সেপ্টেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ।