এক গভীর বিশ্বাস টেনে নিয়ে যায় সুদূর দোটানায়,
না বলতে পারা ভাবের কথা ফোটে কবিতায়।
উন্মত্ত প্রেমিকা হয়ে আজ আলাপে বিরাগী,
আঁচলা ভরা জোনাকির ইচ্ছে স্পৃহা জমে কল্পনায়।
আমি শূন্য হতে ফুরিয়ে আসা ঝড়ে র গীতি লিখি,
তোমার দ্বারে অভাগিনীর তখন খেয়ালি পরবাস।
ঠুনকোচালে দুলে ওঠে এই শহরের ব্যস্ত রাজপথ,
হোর্ডিঙের বিজ্ঞাপনে মুখ ঢেকে নেয় হাজার দর্শক।
সেই বিশ্বাসের স্বাধীনতা আজও পরাধীন গৃহস্বামীর ভেদাভেদে,
শ্যেনদৃষ্টি ভিজে থাকে স্বাধীনচেতা অসহায়তায়,
বিশ্বাস অবিশ্বাসের দোর রয়ে যায় খালি।
কিশলয়ে ভরে শুকনো বাকলে, শুকনো ডাল রয়ে যায় খালি,
আমি সেই শুকনো ডালে ভর করে চলি।
আমার শূণ্যতা এখন শূন্যকুম্ভতে বন্দী,
আমি রয়ে গেছি তোমার দুয়ারে হয়ে নিপীড়িত স্ত্রীজীব।


2/07/2016


★ আপাতত আমার শেষ কবিতা যদিও কবিতাটা আগে লিখেছিলাম। ফিরে আসব কিনা জানি না।  আপাতত কবিতা লেখার কোন ইচ্ছা নেই।
এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি অনেক ভালবাসা ও পেয়েছি সেইসব স্মৃতি উপহার নিয়ে গেলাম। সবাই ভাল থাকবেন কবিতায় থাকবেন আমি পাঠক হয়ে আছি আপনাদের সাথে। বিদায়