ভুল করে কেউ
চাইলে ক্ষমা
তোমার হলো জিত।

শাস্তি দিয়ে জিতে গিয়েও
হয়োনা পরাজিত।

ক্ষমা করে দেওয়াটাই
ষোলোআনা জিত।

ক্ষমার বদলে শাস্তি
দেওয়া অনুচিত।