♥♥♥
তুমি তো আমার অনেক দিনের মিতে
গ্রীষ্মকালের শীতল পরশ উষ্ণবায়ু শীতে,
রাগও কর মাঝেমাঝে আমার দুষ্টুমিতে।

রোজই তোমার মুচকি হাসির চোটে,
গোলাপ ফুল পাঁপড়ি মেলে ঠোঁটে।

আমিতো শুধু মুখপানেই চাই
কখন তোমার গোপন বাগিচায়,
রক্তজবা ফুটে আমার জানানাই।

রক্ত জবা ফুটলে পড়ে রক্তরেনু যখন ঝরে কেমন করে মন।
নিজেকে কি ভাবো তুমি রক্তজবার বন,
তখন তোমার কেমন লাগে ভয় না শিহরণ?