মুঠোফোনের আর যান্ত্রিকতার এ পৃথিবীতে কবিতা পড়ার হয়না অবসর ;ভীষণ ছুটছে মানুষগুলো ,নগরসভ্যতা গড়ছে দারুন ,উড়ছে এখানে বিলাসিতা আর স্বপ্নগুলো ,শুধু সময় নেই কবিতার পৃষ্ঠা উল্টে দেখার ।
নীলক্ষেত হোক আর কাঁটাবন হোক সব তৃষ্ণার্ত কবিতার বইগুলো পরে থাকে আর স্বপ্ন আকে ;আমি চিৎকার শুনি ,কবিতার মাঝে -কেউ একজন আমাকে কিনে নাও এই সভ্যতা তোমার ঝুলিতে আর আমাকে বলো -
কবিতা তোমাকে স্বাগত ,আমি তোমার শব্দবানে নিজেকে জড়িয়ে নিতে চাই আর শুনতে চাই কবিতার মাঝে লুকায়িত আমার প্রানের স্পন্দন ।