ব্যস্ত এ শহরে আমি কর্মহীন এক যুবক ,বেকার বিশেষণ আমার ;পৃথিবী চলছে তার আপন কক্ষপথে ,কেউ নেই আমাকে নিয়ে মাথা ঘামাবার ।
আমি দেয়ার মত করে এখন ও কেউ হয়ে পারি নি তাই আমাকে ঘিরে কোন উৎসব বা কোলাহল জমে না আমার আপন পৃথিবীতে ।
আমি শুন্য তবে পরিপূর্ণতার অপেক্ষায় আমি দেয়ালের ও পাশে কান পাতি ,শুধু শুনতে পাই একদিন তারুণ্যের হবে জয়জয়কার ,আজ তোমার পাশে নেই তারাই একদিন তোমায় ঘিরে করবে চিৎকার -আহ ! আমরা তোর এই দিনটার অপেক্ষায় ছিলাম ।
পৃথিবীর নিয়মটাই অদ্ভুত এখানে -পূর্ণতার আলিঙ্গন চলে এখানে দেয়ালের বাইরে আর পূর্ণতা লাভের পথে কেউ এখানে হাত বাড়ায় না -
তাতে বল ,কার কিবা যায় আসে ?
ভালবাসা ও দূরে সরে যায় ভিরুপায় ,আমি আছি একা দেয়ালের ও পাশে ।
রুমি ফয়সাল
২৯ শে আগস্ত,২০১৬ খ্রিষ্টাব্দ
১৪ ই ভাদ্র,১৪২৩ বঙ্গাব্দ
মালিবাগ ,ঢাকা ।