ইদানিং খুব কানে বাজে ,হোক সে বড় কিংবা ছোট কাজে ;
অথবা কোন অপূর্ণতাকে পূর্ণ করার মাঝে ,শুধু বাজে,কানে বাজে ।
"তুমি এটা পার না সে কিভাবে পারে ? তার হয় কিন্তু তোমার হয় না ক্যানো ?"-আমি নিশ্চুপ কিন্তু মরি না লাজে ।
কারন আমি জানি ঈশ্বর সবাইকে সব কিছু হওয়ার আর করার ক্ষমতা দিয়ে প্রেরণ করেন না মর্ত্যলোকে ।
আমি তোমায় সব দিতে পারব না ,আমি দুঃখিত -তুমি ডুবে যেও না বালিকা সেই শোকে ।


পাশের বাসার ছোট ছেলেটিকে ,মা বকে যায় আর দেয়ালে মাথা ঠুকে ;
সব বাচ্চারা এত মার্কস পায় আর তোর কপালে ক্যানও এত কম জোটে ?
ছেলেটি তখন নিরবে কাঁদে ,যখন আমি কিছু পারি না ভেবে ।
আমার স্বদেশ কবে লজ্জা পাবে ,কবে এই মার্কস পাওয়ার স্রোত বুরিগঙ্গায় ডুবে যাবে ?-ভিতরে ভিতরে কবির স্বত্বা কাঁদে ।


রুমি ফয়সাল
১১ই ভাদ্র,১৪২৩ বঙ্গাব্দ
২৬ শে সেপ্টেম্বর ,২০১৬ খ্রিস্টাব্দ
স্থান ঃ বেইলি রোডের মোড়ে ।