হয়তোবা কিছুক্ষণ ছিলে আমার সাথে
রেখেছিলে তোমার হাতটি আমার হাতে
সাজিয়েছি তোমায় আমার কবিতার মালায়
সূর্য্যোদয়ের তরুণ লালিমায়
কিম্বা চন্দ্রিমার ভরা জোছনায় !
নানা রূপে বর্ণেছি তোমায়...
তবু তুমি আজও নির্বাক কি এক শূণ্যতায় ...
আজ আর সাজাবো না তোমায় শব্দের মালায়
বাস্তবের কঠিন গদ্যে রাখবো তোমায়
যদি হয় হোক ছন্দপতন
তুমিও ভাবো একবার কেমন হয়,
মন নিয়ে খেলার সমাপন !!
থাকবে শুধুই এবার বিরহ, না হবে মিলন !!