সাঙ্গ হল ভুলের খেলা
আমার এখন যাবার বেলা ,
তোমাদের এই হাসি-খুশীর ছন্দ-সুরের মেলায়
সুর ছিলো না কেবল আমার গলায়...
আমি ছিলাম শুধুই অবাক শ্রোতা
মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখেছি
তোমরা সবাই ছিলে সেই আনন্দযজ্ঞের হোতা ;
দেওয়ার আমার ছিলোনা কিছুই
পেয়েছি আমি দু'হাত ভরে ;
স্মৃতিটুকু থাক সম্বল হয়ে...
এই হোক মোর শেষ পারানির কড়ি
ঠিকানাবিহীন আমি ভাসাই আমার তরী ......