জন্মে ছিল একটি শিশু
    মায়ের কোল আলো করে
মেয়ে হয়েছে?.....
    হয়তো! অনেকের আনন্দে যায় মনটি ভরে।
মা বলে ডাকতে শেখে, বাবা কে সে চেনে
    মা-বাবার মর্মটা যে কি
         তখন সে কি জানে?
গুটি গুটি পা'য় হাঁটতে শেখে
      বলতে শেখে কথা
জানেনা সে জীবন কি,কী যে তার ব্যাথা।
একটু বড় হলে পরে,জানতে শেখে
       বুঝতে শেখে সবি
মা-বাবার মধ্যে দেখে,ঈশ্বরের প্রতিচ্ছবি।
দিনের পর দিন চলে যায়,
    সেও তো আজ বড় হয়ে যায়
সে তো আজ অনেক কিছুই জানে
  মা-বাবা আর পরিবার ছাড়তে হবে
           সেটা কি সে জানে?
তাকেই,...ছাড়তে হবে সকলকে
           এটা কি করে হয়?
সেও তো বাড়ির একজন
        কেউ বলছে না কেন হায়!
আজ পরের ঘরে গেল সে যে,মহা ধুমধামে
  হ্রদয় ভাঙ্গার নিঃশব্দ আওয়াজ,
         গেলনা কারও কানে।
এখন,.. নতুন সঙ্গী আর তার নতুন পরিবার
       মা-বাবার জন্য মন কাঁদবার নেই যে সময় তার
তবু ভাবে কাজের ফাঁকে,কেমন যে আছে তারা
    জানিনা যে কেমন আছে, তারা আমায় ছাড়া।।