বৃষ্টিতে ভেজা নতুন পাতা
  ভালোবাসার ছোঁয়ায় হ্রদয় মাখা
    এক অনুভূতির সৃষ্টি করে।


লাল,নীল কত রঙ
  ভালো লাগে কোন রঙ
    রঙে রঙে রাঙিয়ে নাও জীবন।


কিছু পাওয়া,কিছু না পাওয়া
   মিলেমিশে যখন হয় একাকার
     জীবনে বাঁচতে গেলে এটাই বেশি দরকার।


সকাল হতে রাত, যায় কত দিন
   তারি মাঝে মন হয় কখোন উদাসীন,
     তারি মাঝে চেষ্ঠা করে খুঁজে নেওয়া যায়
          একটি মনের মতোও দিন।


শোন শোন মন বলে,
     চল যাই নদী তীরে
সূর্যি ডোবা,চাঁদের ওঠা
     দেখি মনটা ভরে।


এলোমেলো কিছু শব্দ গুলো
  শুধুই যেন খাচ্ছে ঘুরপাক,
শব্দ দিয়ে গেঁথে মালা
   কবিতা হয়ে থেকে যাক।