আমি আজ কাঁদতে চাই, আমি দুঃখবিলাসী কবি,,
আমি আজ কাঁদতে চাই আমার ইচ্ছেকেও ছাড়ি,,


অজানা কারণে কাঁদতে ইচ্ছে করছে ভীষণ।।
দরজার ছিটকিনি যেনো আজও অচেতন।।


আদিগন্ত বিস্তৃত শূণ্যতায় আজ কাঁদতে চাই আমি,,
বৃষ্টি রাতে দূর পাহাড়ে বসে আজ আমি কাঁদি,,


আমি আমার অস্তিত্ব যেন আজও অর্থহীন।।
কেউ নেই কেউ নেই আজ এই কৃষ্ণগর্ভে আমিই এক নির্জন।।


দিনেও যেন স্তব্ধ আজ এই পৃথিবী,,
আমি দুখবিলাসী কবি,,


শুধু আমার কান্নার সঙ্গী ঐ মেঘলা গগন।।
আমি আজ কাঁদতে চাই ভীষন।।


আমি আজ কাঁদতে চাই, আমি দুঃখবিলাসী কবি,,
আমি আজ কাঁদতে চাই আমার ইচ্ছেকেও ছাড়ি,,