ধরনী যখন নিমজ্জিত অমানিশার ঘোরে,
হানাহানি লুটতরাজে লিপ্ত সমগ্র আরবে।
মায়ের সাথে করত তারা দাসীর ব্যবহার,
দু:খে তাদের দিন কাটত কেউবা অনাহার।
মদ,জুয়া,ভাগ্য খেলা প্রতিদিনের কাজ,
আল্লাহ শব্দটি উঠে গেল সকলের মাঝ।
কন্যা সন্তান জীবন্ত কবর স্বাভাবিক কর্ম,
পাপাচারে মত্ত ছিল ভুলে গিয়ে ধর্ম।