হেমন্তের রুপ
মঞ্জুর মোর্শেদ রুমন


ফসলের মাঠে কৃষকের হাসি
আকাশে বাতাসে হেমন্তের গান,
রাখাল তোলে সুর ক্লান্ত দুপুর
সে এক মোহনীয় মধুর ঐকতান।


চারদিকে খুশির উৎসব আমেজ
কৃষাণীর চোখে রঙ্গিন স্বপন,
সারা বাংলায় নবান্ন হবে
মজবুত হবে মেল বন্ধন।


ঘাসের ডগায় গাছের পাতায়
বিন্দু বিন্দু জল ভোরের কুয়াশায়,
শীতের আগমনী বার্তা নিয়ে
হেমন্ত আসে এই বাংলায়।