শিক্ষা সবারে মন্ত্রণা দেয়
আত্মশক্তি অর্জনে,
বাঁচার মত বাঁচতে শেখায়
বাঘের মত গর্জনে।
সুশিক্ষায় আলোকিত হলে
দেহ আত্মা মন,
ভালো পথে চলার চিন্তা
থাকে সর্বক্ষণ।

অসৎ পথ এড়িয়ে চলে
ভালো পথের পানে,
এসব লোক মহৎ হয়
জ্ঞান,বুদ্ধি, মানে।


সাপের মাথার মণি যেমন
কারো কাম্য নয়,
দুর্জন বিদ্বান হলেও তাজ্য
সর্বজনে কয়।


সুশিক্ষিত চরিত্রবান লোকের
অর্থ হলেও কম,
তারা সকলের শ্রদ্ধার পাত্র
মান আকাশসম।