কাথাঁ গায়ে গুটি পায়ে
শীত এলো বাংলার গাঁয়ে
পিঠাপুলির ধুম,
পড়ালেখার নেই ভাবনা
খোকার মনে খুশির বন্যা
ভাঙতে চায় না উম।


পূব গগনে রবির আলো
খোকার গায়ে পরশ ছোঁয়াল
লাগে ভীষণ মিষ্টি,
খেজুর রসের অমৃত পানি
দুহাত উঠে আল্লাহর পানে
কি অপরূপ সৃষ্টি!


বটতলায় বিকেল বেলা
পিঠাপুলির বসে মেলা
উৎসব চতুর্দিক,
বাবার সাথে মেলায় গিয়ে
খোকা বাবু পিঠা খেয়ে
হাসে ফিক ফিক।