দূর প্রান্তে দৃষ্টি রেখে তাকিয়ে রই আনমনে
শোকের নদী বয়ে যায়;
মনের আঁধার অলিগলিতে
সত্যিই কি তাই ?ভেবে যাই রঙের দুনিয়ায় ।
চোখবুঁজে অনুভব করি ...
ক্ষরিত হৃদয়ের প্রবাহ অগ্নি রূপে ঝরে;
মনের ভেতর মন বাসা বেঁধেছে -
দিনের পর দিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বুকের পাঁজর।
রোপিত স্বপ্নবীজ আজ অঙ্কুরিত,
উঁকি দেয় হৃদ অলিন্দে;
গড়িয়ে গড়িয়ে চলে ঘাম রূপে-
শ্বেত রক্ত, হিমোগ্লোবিন নেই বলে।
লালিত অবুঝ প্রেমের বাসনা স্বপ্নভ্রষ্ট;
অভিমানে কতো বলেছি দূর হও ,
এসো না ,আর জ্বালিও না ,ততই-
উথাল স্রোতের মত প্রবাহিত হয় শিরা-উপশিরায়।
তোর আগমনে হার্টের ব্লক ছুটে যায়;
আমি যেন উম্মাদ হয়ে যাই,তার চাহনিতে;
কিছুতেই ধুর ছাই করে পর ভাবতে পারি না।
শতবার আঘাতে জর্জরিত হয়েও ,
চিৎকারে বলতে ইচ্ছে করে-
তুইই আমার বন্ধু,আমার ভালোবাসা, শাশ্বত প্রেম;
তোকে ভালোবাসি ,ভালোবাসি এবং ভালোবাসি।