আগমনী বার্তা
ছড়িয়ে ছিটিয়ে ছিলো,
ছিলো পাখিদের কোলাহল
স্রোতস্বিনীর নীরব চলা
আর বাবা মায়ের মিষ্টি হাসি
সবই তোমাকে ঘিরে।

তোমাকে ঘিরেই শিউলি, বকুল গাছের তলায় কচিকাঁচার দলের উচ্ছ্বাস
বর্ষার কদম
যত্নে গড়া বাগিচার যতো পুষ্পরেণুর
সুবাস।


ফুলেল শুভেচছা
বর্ণীল আলোকছটা
বাঁশির সুরের ফাগুন গান
মোহনীয় সৌন্দর্যের প্রতীক
সব সবই তোমার আগমনী সময়ের স্রোতকে ভালোবেসে।


যে আকাশ মেঘলা,ঘন-কালো
যে ছবি অমসৃণ
যে শুভ্র নির্মল নয়
যে মিরর ঝাপসা
যে প্রেম লিখিত
যে বার্তা গোধূলির আলোমাখা আকাশপটের দৃশ্য দেখায়
তা তোমার জন্য নয়।


তোমার জন্য বিমল প্রেম
তোমার জন্য নিটোল জগৎ
তোমার জন্য অলিখিত স্বপ্নদলিল
তোমার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা
আর, আর কাঙ্ক্ষিত স্বর্গ মর্ত্যের
নান্দনিক আয়োজন
ভালোবাসাময় পৃথিবী,
সবই তোমার জন্য।