আমাদের দেশটা ফুলে ফলে ভরা
বনের সবুজে সাজাই কাব্য-ছড়া ,
ফসলে ভরা মাঠ দেখে হাসে চাষি
কৃষাণীর মুখে ফুটে চাঁদের হাসি ।


আয় আয় গান গায় রাখালের দল
বাঁশির সুরে সকলে পায় মনেতে বল ,
পৌষের উৎসবে হয় ঘরে ঘরে পিঠা
খেজুরের রসে খুকির মুখ হয় মিঠা ।


শরষে ফুলে মৌমাছি গেয়ে যায় গান
ভ্রমরাটার গুন গুনে ভাঙে বঁধুর মান ,
রকমারি ফল দেখে আসে জিভে জল
কাঁঠাল আম জাম লিচু আরও কত ফল।


পদ্মা মেঘনা যমুনার এঁকে বেঁকে চলা
নদীমাতৃক দেশের কথা হল না যে বলা ,
মাছে-ভাতে বাঙালী দাবী করি তাই
সকলে মিলে মিশে বলি ভাই ভাই।


পাখির কন্ঠে ভাঙে ভোর বেলার ঘুম
সূয্যিমামা দেয় কপালেতে চুম ,
জোনাকির আগমনে দূর হয় নিকষকালো
চাঁদের ঝলকানিতে আঁধার হয় যে আলো।