আমি তো এমনই ভাই
খালি কলসি বাজিয়ে যাই
যে গোলায় ফসল ভরাই
তাতেই যে ঝাঁটা পেটাই ।
টক ঝাল মিষ্টিতে
আনন্দ পাই সৃষ্টিতে
করি না খবরদারি
না কারও ধার ধারি।
আমি এক আস্ত ত্যাড়া
লোকে বলে আমি ভেড়া
অন্যের গাঁয়ে কাদা ছুড়ে
সরে যাই অনেক দূরে ।
কথার জাল জলে ফেলি
খেলিরে ভাই জলকেলি
যদি হয় দল ভারি
মিলে থাকি,নেই না আড়ি।
যদি কেউ আপন ভেলায়
ইচ্ছেনদী পার হয়ে যায়
তার পথে দেই কাঁটা
মস্ত এক বাপের বেটা।