কাব্যকথা সবে মিলে
আড্ডা জমে বেশ ;
নবীন-প্রবীণ একই সাথে
গড়ি নতুন দেশ।


আধুনিক কবি সুধীজন
লিখেন অসাধারন ;
গেলির সাথে কেলি দিয়ে
মেলায় যে ব্যাকরণ ।


অন্ত্যমিল ছন্দ কি ভাই?
বলেন একটু যদি ;
গুণীর কথায় ছন্দ হলো
প্রবহমান নদী।


কেউ বা বলেন ছন্দ হলো
জল-তরঙ্গের ভেলা ;
কেউ বা আবার ছন্দ নিয়ে
করেন দারুণ খেলা।


স্বরবৃত্তে নারিকেল
মাত্রা তিনে তিন ;
পাহাড় থেকে ঝর্ণা নেমে
নাচে তাক ধিনা ধিন।


অংক কষে হয় না তো ভাই
ছন্দের কারুকাজ ;
উচ্চারণে খুঁজি রে তাই
কাব্যের কারুতাজ।