অপসারণ হলো একটি পয়োধর
মুহূর্তেই পূর্ণতা পেলো নতুন রূপ,
অপূর্ণতার আয়ত্বে;
বিলীন হয়ে গেলো- বাগিচার সৌন্দর্য।


আহা স্বপ্ন! আহা জীবন!
সময়ের নির্মমতার আবহে
ভেঙে গেলো হৃদয়ের পিঞ্জর;
মনোবাসনার স্বপ্নময় জগৎ।


পাখির মতোই উড়ে বেড়ানোর সাধ
মিটে গেলো অচিরেই ,
চারিদিকে বেজে উঠলো;
হাহাকারের প্রতিধ্বনি হয়ে।


থেমে গেলো একটি ছন্দময় নৃত্য
আঁধারে পরিণত হলো-
অন্দরমহলের বাতিঘর।


না! এসব কিছুই নয়!
বেঁচে থাকাটাই অনেক কিছু,
আলহামদুলিল্লাহ।
এগিয়ে যাও
বিজয়ের নিশান নিয়ে
দূর থেকে দূরে
স্বপ্নের পৃথিবীতে...