দমকা হাওয়ায় ঘুরপাক খেয়ে,
ঘুটঘুটে অন্ধকারে শূন্যতায় পতিত
আদুরে মিষ্টি সুরে;
কেউ সমবেদনা জানায়নি,
ভালোবাসার আঁচলে বাঁধা হইনি
ভাগ্যের নিমর্ম পরিহাস ;
আমাকে ছাড়েনি।


এ বুকে হাহাকার আর শূন্যতায় ধূ ধূ প্রান্তর..
কষ্টের আহাজারিতে ধুঁকে মরছে এ অন্তর,
স্বপ্নময় বিলাসিতা তো করিনি!
হৃদয় দিয়ে হৃদয় চেয়েছি এইতো,
এ মন পায়নি শুভ্র মেঘের,
শুকতারার হাতছানি।


কত জ্যোৎস্নাময় রাত হয়েছে নিরাশ ;
তোমার পানে চেয়ে,
কত দুরন্ত স্বপ্ন একেঁছি শুধু তোমায় নিয়ে,
অসহায় চাওয়া হানা দিয়েছে;
মনে তবুও সুখ খুঁজিনি।
একমুঠো রোদ্দুর,এক চিলতে সুখ পাইনি;
রয়েছে তাই“ অপূর্ণতা”
ছন্নছাড়া জীবনে তাই ;
সুখের প্রদীপ জ্বালা হয়নি।


বাস্তব জীবন থেকে নিয়েছি ;
করুণ অভিজ্ঞতা
মহামূল্যবান শিক্ষা পেয়েছে;
হৃদয় এই “অপূর্ণতায়”।
কখনো ললাটের এই নিয়তি নিয়ে ভাবিনি,
এইতো সেদিন বলেছিলে-সুলতা
‘ভালোবাসি তোমায়;
হ্যা- তা ছিল মিথ্যে বুঝিনি।