অভিমানে মনটা যে ভার
তাও কি বুঝো না !
সতীন কেনো বলছো ওগো?
তুমিই সুচনা ।


মনের খোরাক না হয় জোগাই !
দাওনা অনুমতি ;
ডাকবে যখন পাবেই তখন
কি আর হবে ক্ষতি !


তোমায় নিয়ে লিখবো না হয়!
দারুণ! দারুণ ! কবিতা
কাব্যদেবী সোহাগী মন
তুমিই আমার সবিতা।


হৃদমাঝারে তুমিই রাণী
আসবে না আর কেউ ;
মিছে তবু ভাবছো সখি
কুড়াও ব্যথার ঢেউ।


রবী,নজরুল হবো নাকো
করি না সেই দাবী ;
দু’চারটে লাইন লিখতে চাই যে
দাও না মনের চাবি।


প্রতিভাটার মূল্য আমায়
তুমিই না হয় দাও ;
জীবনবাজি রাখবো প্রিয়
যদি তুমি চাও !