পুড়ে পুড়ে হচ্ছি যে খাক
বেঁচে আছি তবু
ভালোবেসে ভুল করেছি
ভাবছি না তো কভু!


প্রাণ বাঁচে না তোরে ছাড়া
থাকিস তুই যে কই?
দিবানিশি ডাকি আমি
পথের পানে চেয়ে রই।


শ্যাম বিরহে কাতর আমি
সহে না পরাণে;
দেশান্তরী হবো জানিস
তোর প্রেমের কারণে।


দিলে যদি দরদ থাকে
সময় পেলে ভাবিস;
ভালোবাসা নয় রে মিথ্যে
বন্ধু তুই তো জানিস।


কেনো এতো জ্বালা দিস রে
তোর কি মায়া নাই?
অভাগীর দুঃখে সুখের প্রলেপ
তোকেই আমি চাই।


চক্ষু কান্দে দিনে রাইতে
বয় যে শোকের নদী
নোনাজলে হচ্ছে ভরাট
দুঃখের অশ্রুনদী।