হাসিতে বুক যে ভরিতে
নয়ন জুড়াতো নয়নে;
স্বপ্নগুলো  মেলতো ডানা
সুখবীণা বাজতো পরাণে।


বেঁধেছিলাম ভালোবাসার
রাখি ;প্রেম বন্ধনে।
তৃষ্ণা মিটেছিল সখা
ঠাঁই পেয়ে ঐ চরণে।


কি যে সুখ দিয়েছ আমায়!
বুঝিবে কেমনে?
ধন্য জন্ম পূর্ণ জীবন
বলি সখীগণে।


মেতেছিলে প্রেম খেলায়
সোহাগী চুম্বনে;
ছলাকলা কতোই জানো
দেখালে ভূবনে।


মনপাখি উঠতো যে ডেকে
তোমার আগমনে;
চাই গো শুধু ভালো থেকো
সুখের বৃন্দাবনে।


আমার যত সুখ দিলাম
তোমায় ললাট চন্দনে;
বরণ করলাম তত দুঃখ
সুখ অভিনন্দনে।