আয় ছুটে আয়
খোকন সোনা
ডাকে তোরই মায়।


চাঁদের রুটি
খাবি নাকি ?
বেলা বয়ে যায় ।


রাজার গল্প
শুনাবো রে
লক্ষ্মী সোনা আয় ।


পরীর সাথে
বিয়ে দেবো
ঢাক ঢোল বাজায়।


খেলাধূলা
ফেলে রে তুই
দৌড়ে চলে আয় ।


কাঁদবি তখন
থাকবে না রে
যখন তোরই মায়।