হতাম যদি বাবুই পাখি
স্বপ্ন ডালে রাখি ;
নিঁপুণ শৈল্পিক কারুকাজে
গড়ি নুতন সাজে।
ঐখানেতে থাকবে তুমি
স্বপ্ন যাবে চুমি ;
ভাঁটফুল দিয়ে গড়বো বাসর
করবো তোমায় আদর।
মলিনতায় থেকো নাকো
ভালোবেসে ডাকো ;
পেঁচামুখে আছো বসে
ডাকো মৃদু হেসে ।
বিয়ে হবে বাঁজবে সানাই
প্রাসাদ দেবো বানাই।
মণিমুক্তার মুকুট দেবো
রাজপুত্র বর হবো।
পাখির তরে আদর ভরে
রাখছি ভালোবাসা ;
সোহাগ করে মাথায় রাখি
ছোট্ট বাবুই পাখি।