নববর্ষে জমে উঠে বৈশাখী মেলা
রঙিন পোশাক পরতে কেহ করে না তো হেলা।
ছোট- বড় খোঁজে ফিরে মুড়ি মুড়কি খুরমা
রঙে ঢঙে সাজে তারা চোখে দিয়ে সুরমা।


বাঙালিরা মেতে উঠে তবলা বাঁশির সুরে
ঢোল করতালে নাচে গানে থাকে না কেউ দূরে।
সওদাগরের আয়োজনে করে হালখাতা
পুরাতন সব হিসাব মুছে জুড়ে নতুন পাতা।


ছায়ানটের উল্লাসেতে থাকে না তো মাত্রা
তরুন প্রজন্মেরা করে মঙ্গল শোভাযাত্রা।
গ্রামে গঞ্জেও যায় না বাদ বৈশাখ পালনে
নৃত্যানুষ্ঠান ঐতিহ্য সব থাকে লালনে।