সুখের পিছে ছুটছি ওরে
দেখছি রে স্বপন ;
দিনের পরে দিন যে গেল
পেলাম না আপন।


ঘর বানালাম থাকবো বলে
সবিই হবে পর।
ছেড়ে যাবো বাড়ি ভিটা
হবো রে অপর।


বুকে ধরে রাখছি যারে
এই পৃথিবীতে ;
যাবার বেলা কেউ যাবে না
আমার ঘরেতে।


সোনার খাটে ঘুমাইছি রে
কত যতনে ;
ভাবছি যে ধন্য এই জীবন
ধনে-রতনে।


আগে যদি জানতাম আমি
সবি রে মিছে ;
তবে কি আর ছুটতাম রে
শয়তানের পিছে।


শুনো শুনো ভাই -বোনেরা
শুনো দিয়া মন;
সময় নষ্ট করিও না
নেই যে বেশিক্ষণ।