বিশ্বাসের দেয়ালে যখন
ধরে যে ফাটল রে;
বিবেক কান্দে নিঃস্ব হয়ে
কান্দে পরাণ মন রে।

কতো ভালো বান্দা তুমি
এই ভবের মাঝারে ;
উদার  মনে ঘুরছো তুমি
প্রেমের তেপান্তরে।

সুন্দর একটা সুরত দিছে
ঐ আল্লাহ তোমারে;
প্রেম খেলা খেলো তুমি
প্রতি দিবানিশি রে।

আবার যদি আসি ফিরে
এই ভবের মাঝারে;
আল্লাহ তুমি কাক বানিও
ঐ মানুষ না করে।

লীলা খেলায় গা ভাসাইলাম
তোমাকে ভুলে রে;
প্রেম পিরিতি দিলা তুমি
মানুষের অন্তরে।

ক্ষমা করো ক্ষমা করো
পাপী এই বান্দারে ;
ভালো হতে চাই গো আমি
এই তোমার দরবারে।