তাপদাহ গেলো চলে তাই এলো বৃষ্টি
করুণাময় বিধাতার এক নিদারুণ সৃষ্টি!
খাপ ছাড়া উল্লাসে আজ প্রাণ ভরে বাঁচি
সারি সারি গাছেদের কই আয় তোরা নাচি।


ফুল পাখি খুশি হয়ে ধরে কূহু সুর
তীব্র তাপে প্রাণীরা সব ভরকে যায় বহুদূর।
ফসলী মাঠ হলো শান্ত ভিজলো আজি জলে
ফুটলো হাসি সবার মুখে শীতল ছায়াতলে।


ব্যাঙের বিয়ে হলো না আর খাওয়া বৃষ্টি এলো ঝেঁপে
অনুরণন তোলে শিলাবৃষ্টি হৃদয় উঠে কেঁপে।
বিধি তোমার দরবারেতে কতো যে আবদার
তুলে দাও হে  প্রভু সকল বিপদ বান্দা দাবীদার।