ছেলেবেলার গল্পগুলো অনেক মধুর হয়
কতোই স্মৃতি যায় না ভুলা মনে গেঁথে রয়!
বাবা মায়ের মিষ্টি শাসন ভাই-বোনেরই প্রিতি
দাদা-দাদি,নানা-নানির মধুর সম্প্রিতি।


পিটি স্যারের চোখ রাঙানো সেই কি ভুলা যায়!
বেতের দিকে না তাকিয়ে দৌঁড়ায়ে পলায়
অংক স্যারের বেতের শাসন যায় কি ভুলা তাই!
টিফিন ঘন্টা পড়ার খুশি তার তুলনা নাই।


মামার বাড়ি কী যে দারুণ! মামীর হাতের পিঠা
খেজুর রসের পায়েস খেয়ে মুখ হতো মিঠা
বঁড়শি দিয়ে মাছ ধরাটা মজার ছিলো মেলা
গামছা দিয়ে চোখ বাঁধিয়ে কানামাছি খেলা।


নানুর মুখের পান চিবানো খায় না এখন কেউ
মাঝে মাঝেই জেগে উঠে দুঃখবোধের ঢেউ
পড়তে বসে মায়ের কাছে গল্প শোনা হতো
তাই শুনিয়া বাবা তখন রেগে যেতো কতো!


আয় ফিরে আয় ছেলেবেলা ডাকি মায়া করে
অশ্রুজলে যাই ভাসিয়া যখন মনেপড়ে
ডায়রির পাতা খুলে দেখো অবাক হয়ে যাবে!
কঠিন মূল্য দিয়েও কি আর এসব ফিরে পাবে?