তোর আশাতে নিত্য বাঁধি দুঃখের বাসর ঘর
জনম দুঃখী তবু রে তুই করলি আমায় পর
তোর পরানে পরান রেখে সুখের পরশ পাই
এই পৃথিবীর বিনিময়ে তোরে আমি চাই।


কষ্টগুলো আঁকরে বাঁচি থাকিস রে মরণে
জীবন বাজি রাখি রোজই তোরই চরণে
ভালোবাসা কেমনে ভুলি মনটা কেঁদে মরে
গহীন বনের তরুলতা জড়িয়ে যেমন ধরে।


কতোই নামে ডাকিস আমায় মনের দুয়ার খুলে
চাঁদের সাথে আলাপ করি নাওয়া-খাওয়া ভুলে।
ঝিরিঝিরি মিষ্টি হাওয়া বলে তোরই কথা
দূরে দূরে কেনো থাকিস বাড়াস শুধু ব্যথা।


স্বপ্নগুলো হাতের মুঠোই থাকিস যখন পাশে
বসন্তেরা খেলা করে মনেরই আকাশে
দিবানিশি তোর ভাবনায় বেলা বয়ে যায়
বুকের মাঝে আছিস বন্ধু বিমলও ছায়ায়।