আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ দুটি আঁখির জন্য
যখন দেখি ওরা;
নিরবধি কেঁদে চলে।
আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ শুধু মনের জন্য
মন পাগলামী করে;
তুমি আমার হওনি বলে।
আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ হয় হৃদয়ের জন্য
তীব্র ভাঙার শব্দে;
ঢেউয়ের নিষ্ঠুর গর্জন শুনলে।
আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ হয় কলিজার জন্য
পুড়ে ছাই হয়ে যায়;
স্প্রেতেও সুবাস পাই না বলে।
আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ শূন্য বুকের জন্য
তুমি হীনা সদা;
নীরবে ভিজে নোনা জলে।
আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ দুটি হাতের জন্য
খুঁজে হন্যে হয়ে;
সফেদ বিছানায় নেই বলে।
আমার এখন দুঃখ হয় না
তোমায় পাইনি বলে;
দুঃখ তোমার জন্য প্রিয়
যখন আমায় ভাব;
কষ্টে ভাসো অশ্রু জলে।